বুদ্ধি থাকলে
প্রদীপ সেন
বছর ত্রিশ পরে বন্ধু ভাস্করকে দেখে গিরিশ রীতিমত অবাক। আঙুল ফুলে একেবারে কলাগাছ হয়ে গেছে। কৌতূহল ধরে রাখতে না পেরে গিরিশ জিজ্ঞেস করে – চঞ্চলা লক্ষ্মীকে কোন্ মন্ত্রে ধরে রাখলি?
ভাস্কর বলে – যে মন্ত্রে ইংরেজ আমাদের মাথায় কাঁঠাল ভেঙে এতো বছর খেয়ে বর্তে কাটালো, এখনো যে মন্ত্রে কামিনী-কাঞ্চনে আর ছড়ি হাতে দাপটানো যায় – ধর্ম। রাজনীতি থেকে দক্ষিণা প্রাপ্তিযোগ – ওই মোক্ষম দাওয়াইয়েই তো কেল্লা ফতে। বটগাছের নিচে সিঁদুরে রাঙিয়ে পাথর বসিয়ে ওঁং বং, ব্যস, মাথামোটার দল ঢলে পড়ল ভোগদক্ষিণা নিয়ে। ভাস্কর গোঁসাইয়ের একাদশে বৃহস্পতি আর ফকির থেকে লাখপতি।
গিরিশ মনে মনে বলে – ঘোর দুর্দিন দেশে, কি জানি কী হয় শেষে!