অণুগল্প: নিরাপদ জোন
মহ: মহসিন হাবিব
নিরাপদ জোন
দুই বন্ধু নদীর ধার দিয়ে যাচ্ছিল।
মাছ ধরার জন্য নদীর কম জলে সারি সারি ছিপ পুঁতে রেখেছে গ্রামের জেলেরা।
দুজনের মধ্যে তর্ক ওঠে।
একজন বলে ছিপের আগায় সুতো দিয়ে বাঁধা ওটা ‘বুনশী’ আর একজন বলে ওটা ‘ঘুনশী’।
তর্ক যখন তুঙ্গে,সেই পাস দিয়ে যাচ্ছিল একজন বিশিষ্ট ভদ্রলোক
ওরা দুজনেই ওনাকে ডাকলো বিচার করার জন্য।
ভদ্রলোক সব শুনে বললেন ওটা বুনশি ও নয়, ওটা ঘুনশি ও নয়!
ওটা নদীর জলের ভেলকি!
তার মানে!
মানে হলো — নদীর জলে ডুবে লোহা জাড়ে — কুঁকুড়ি!